শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনি চর্মরোগ বিভাগের ডাক্তার  দেখান । আপাতত ফাংগিসন ক্রিম ব্যবহার করেন। আর হ্যা রিস্কার ও শুকনো আন্ডারওয়ার ব্যবহার করবেন। ভিজা বা স্যাঁতসেঁতে টাইট আন্ডারওয়ার ব্যবহার করবেন না। রানের চিপায় ঘেমে গেলে ঘাম পরিস্কার করুন ও গোসল করবেন। প্রতি ৭-১৪ দিন পর পর অবাঞ্চিত লোম পরিস্কার করবেন। সর্বদাই ঢিলা প্যান্ড পরবেন।আসা করি  এরকম সমস্যা হবে না।আর হ্যা অবশ্যই চর্মরোগ বিভাগের ডাক্তার  দেখাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ