সুখী /ফেমিকন/মারবেলন ইত্যাদী ঔষুধ সেবনের নিয়ম কী?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

উক্ত সকল পিল বা স্বল্পমেয়াদী পিল গুলোর খাওয়ার নিয়ম একই যা   সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি খেতে হবে। পর পর ২১/২৪(পাতায়২৪ সাদা পিল খাকলে) দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে  এই ৭ দিনের মধ্যেই পিরিয়ড শুরু হবে এবং আবার নতুন প্যাকেট শুরু করতে হবে।একই নিয়মে খাবেন । কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল একসাথেই খেতে হবে যদি ২/৩ দিন পিল খেতে না পারেন তাহলে ওই পাতা বাদ দিবেন ও পিল খাওয়া বন্ধ রাখবেন এবং পিরিয়ড হলে আবার নতুন পাতা থেকে নিয়মিতভাবে খেতে থাকবেন। সুুুখি পিল যেমন:- ফেমিকন ,ফেমিপিল, মারভেলন, ইত্যাদি স্বল্পমেয়াদী পিল।এছাড়াও খাওয়ার নিয়ম বিস্তারিত ভাবে পড়তে পিলের পাতার বক্সে দেখুন সেখানে ছোট কাগজে সব লেখা আছে।সেভাবে খাবেন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ