Jamiar

Call

আসলে  হুর (حور ) শব্দটি একবচন। এর বহুবচন হল, حوراء (হাওরা)। এর দ্বারা উদ্দেশ্যে হল: সুন্দরী তরুণী জান্নাতি নারী। কুরআন ও হাদিসে এ কথা অত্যন্ত সুস্পষ্ট। যুগে যুগে মুফাসসিরগণ এ অর্থই করেছেন। কুরআন ও হাদিসে হুর শব্দটি নারীর জন্য ‘পুরুষ সঙ্গী’ অর্থে কখনো ব্যবহৃত হয় নি।

নিম্নে কুরআন থেকে এর স্বপক্ষে কিছু প্রমাণ উপস্থাপনা করা হল:
◈ ১) আল্লাহ তাআলা বলেন, وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ “আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিব।” (সূরা দুখান: ৫৪ ও সূরা তুর: ২০)
 ইমাম ত্ববারী রহঃ বলেন, “আমি ঐ সকল মুত্তাকি-পরহেজগার পুরুষদের সাথে আয়তলোচনা হুর তথা জান্নাতি নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করব।” (দেখুন: তাফসির ত্ববারী, সূরা দুখান ৫৪ নং আয়াত এবং তূরের ২০ নং আয়াতের তাফসির।)
 ইমাম ইবনে কাসির রহ. বলেন, “আমি জান্নাতি হুরদেরকে তাদের সৎ সঙ্গিনী এবং সুন্দরী স্ত্রী হিসেবে নির্ধারণ করে দিব।” (দেখুন: তাফসিরে ইবনে কাসিরের উক্ত আয়াত দ্বয়ের তাফসির)
 এই হুরদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন স্থানে এভাবে বর্ণনা করেন:إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا – حَدَائِقَ وَأَعْنَابًا – وَكَوَاعِبَ أَتْرَابًا
“পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য: উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা, র্পূণ যৗবনা তরুণী। (সূরা নাবা: ৩১, ৩২ ও ৩৩)
তিনি আরও বলেন,فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ "তথায় থাকবে আনত নয়না রমণীগন-কোন জিন ও মানব ইতোপূর্বে যাদের ব্যবহার করে নি” (সূরা আর রহমান: ৫৬) ইমাম ত্ববারী উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন: "মুজাহিদ রহ. ও কাতাদা রহ. বলেন, “তারা হবেন এমন মহিলা যারা তাদরে স্বামী ছাড়া অন্য পুরুষদের দিকে দৃষ্টি দিবে না।” (দেখুন: তাফসীর ত্ববারী, সূরা আর রাহমান ৫৭ নং আয়াতরে তাফসীর)
আল্লাহ তাআলা আরও বলেন,حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ “তাঁবুতে অবস্থান কারীনী হুরগণ।” (সূরা আর রহমান:৭২) এখানে حُورٌ مَّقْصُورَاتٌ শব্দটি স্ত্রী লিঙ্গ।
আল্লাহ তায়ালা আরও বলেন, إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً – فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا – عُرُبًا أَتْرَابًا
“অতঃপর তাদেরকে করছি চির কুমারী, কামিনী, সমবয়স্কা।” (সূরা ওয়াকয়িাহ: ৩৫, ৩৬ ও ৩৭)
আল্লাহ তায়ালা আরও বলেন, وَحُورٌ عِينٌ- كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ তথায় থাকবে আনত নয়না হুরগণ আবরণে রক্ষিত মোতির ন্যায়। (সূরা ওয়াকয়িাহ: ২২ ও ২৩) অর্থাৎ হুরগণ সংরক্ষিত মনি-মুক্তার মত চিত্তাকর্ষক ও আকর্ষণীয় হবে। কোন হাত তাদেরকে স্পর্শ করে নি।
উপরোক্ত আয়াত সহ আরও বহু আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, ‘হুর’ হল জান্নাতের সুদর্শনা তরুণী নারী। এ সম্পর্কে বহু হাদিসও রয়েছে । সুতরাং পুরুষকে হুর বলা সরাসরি কুরানের সাথে সাংঘর্ষিক। আমার জনা মতে পূর্ববর্তী কোন মুফাসসির হুরকে পুরুষ অর্থে উল্লেখ করেন নি। কেউ করলেও কুরআন-সুন্নাহ অনুযায়ী ঠিক নয়। আল্লাহ ভাল জানেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ