Jamiar

Call

  ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমত আপনাকে দুইটি কথা বলবো যা হলো

  • আপনি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে নিশ্চিত ভাবে বলা সম্ভব না।
  • আপনি মারাত্মক হারে ভুল করছেন এক মাসেই এক এর অধিক ও চার টি পিল খাওয়ায়।
আসলে ইমার্জেন্সি পিল গুলো স্বল্পমেয়াদী পিলের মত করে খাওয়ার কোন নিয়ম নেই।এসব পিল শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে ৬/৭ মাস পর একটা খেতে পারেন তবে খুব কম হলেও এসব পিল না খাওয়াই সর্ত্তম উত্তম কেনো না এসব হরমোনাল পিল গুলো শরীরের নানান ক্ষতি বয়ে আনে । যা অতিরিক্ত সেবনের ফলে
  • আপনার মাথা ব্যথা,তলেপেটে ব্যথা,ক্লান্তি লাগা, বমি ভাব বা অতিরিক্ত বমি হতে পারে।সেই সাথে কারো ক্ষেত্রে মাসিক অনিয়মিতভাবে হয়ে থাকে  বা অস্বাভাবিক ভাবেও মাসিকে রক্তপাত হতে পারে। 
যেহেতু আপনি অতিরিক্ত পিল খেয়েছেন সেক্ষেত্রে অপেক্ষা করুন মাসিকের জন্য।এখন নিজে থেকে এরকম ক্ষতিকর পিল খাবেন না।মিলনে কনডম রাখবেন বা স্বল্পমেয়াদী পিল গুলো নিয়মিতভাবে খাবেন।মনে রাখবেন ইমার্জেন্সি পিল শুধু ইমার্জেন্সি ক্ষেত্রেই খাওয়া হয়, নিয়মিতভাবে নয়। আপাতত পানি বেশি খান ও পুষ্টিকর খাবার খান। নিজে থেকে কোন পিল বা কোন কিছু আর খাবেন না। এই পিল খাওয়ার পরবর্তীতে সিরিয়াস কোন সাইট ইফেক্ট দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাবেন।ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ