famipil, january ২২ তারিখে প্রথম খাই। সাদা বড়ি february ১১ তারিখে শেষ হলে খয়েরি বড়ি ৩টা খাওয়ার পর চতুর্থ দিন february ১৫ তারিখে মাসিক হয়েছে। february ১৬,১৭,১৮,২০ তারিখে খেয়েছি। february ১৯ তারিখে খাইনি। নতুন পাতা শুরু করেছি february ২১ তারিখ থেকে। মিলনও করেছি february ২১ তারিখে। লাস্ট মিলন করেছিলাম february ১৩। কোন সমস্যা হবে কি?


Share with your friends
Jamiar

Call

প্রথমত বলি যে আপনি ২য় বারে নতুন পাতার পিল খেতে ভুল করছেন। আপনার প্রথম বারের পিল খাওয়া ঠিক ছিলো কিন্তু পরবর্তীতে মিন্স শুরু হতেই খয়েরী পিল গুলো না খেয়ে মিন্সের ২য় থেকে ৫তম দিনের মধ্যে যেকোন একদিন নতুন পাতার পিল খাওয়া শুরু করা উচিৎ ছিলো। কিন্তু আপনি তো মিন্স শেষ হওয়ার পর নতুন পাতা খাওয়া শুরু করছেন।যেখানে কিনা নিয়ম হলো এই পিল মিন্স চলাকালীন সময়ে খাওয়া শুরু করতে হয় সেক্ষেত্রে মিন্স শেষ হওয়ার পর পিল খাওয়া শুরু করা যাবে না আর মিন্স শেষ হওয়ার পর এই পিল খাওয়া শুরু করলে পিল খাওয়ার প্রথন ৭ দিন মিলনে কনডম নিতে হবে।কাজেই আপনি যেহেতু শুরু করেছেন তাহলে আর মিলন না করে পিল খাওয়ার প্রথম ৭ দিন মিলনে কনডম নিন এবং ৮দিনের দিন থেকে কনডম না নিলেও চলবে। আশা করি বুঝতে পারছেন।না বুঝলে মন্তব্য করুন।ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App