- আমার বয়স ২০।  আমি অনেক  চিকন ৷ আমি খাবার  ভালোভাবে পেট পুড়ে   খাইতে পারি না । অল্প খাবার খাওয়া পর আমার বমি বমি ভাব মনে হয় । এখন আমি ডাক্তার এর কাছে গেলাম সে আমাকে  সাইবেক্স  সিরাপটি  খেতে দেয় । সিরাপটি  খাওয়ার পর আমি সুস্থ হয়ে যায় । কিন্তু যেই  সিরাপে খাওয়া বন্ধ করি   আবার আগের মত হয়ে যায় । এখন কি আমাকে   ঔষধ খাওয়া চলতে থাকবে । তাহলে তো  এতে side effect  দেখা দিতে পারে। এখন আমি কি করে এই চিকিৎসা নিতে হবে। 


চিকিৎসা 


শেয়ার করুন বন্ধুর সাথে