শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

ফরমালিন এন্টি- ব্যাকটেরিয়াল বা সংক্রামক ব্যাধি নাশক হিসেবে ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক হিসেবে অত্যন্ত কার্যকর । ফর্মালডিহাইড প্রোটিন বা DNA এর প্রাইমারি অ্যামিন বা নাইট্রোজেনের সাথে H2C-NH- লিংকেজ সৃষ্টি করে টিস্যুকে ফিক্স করে বা সংরক্ষণ করে । ফলে যেসব পচনশীল দ্রব্যে ( অবশ্যই প্রাণীকোষ যুক্ত হতে হবে ) ফরমালিন ব্যবহার করা হয় তার ওপর পরিবেশের বিশেষ প্রভাব পড়ে না । অপরদিকে ফরমালিনের প্রভাবে ব্যাকটেরিয়া জারিত হয়ে মারা যায় । ফলে ব্যাকটেরিয়া সেই দ্রব্যের বিয়োজন ঘটাতে আসে না । তাই পচনশীল দ্রব্য পচে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ