আমার SSC & HSC দুটো তে 5.00 আছে। আয়ারল্যান্ড এ উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারব কি??  পারলে কি কি প্রয়োজন হবে?? 


শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

হ্যাঁ, আপনি আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে হবে। এস.এস.সি.  ও এইচ.এস.সি।র শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে। অর্থাৎ নম্বরপত্র ও সনদপত্র দরকার। পাসপোর্ট / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, আবেদন ফরম, আইইএলটিএস/ভাষাগত দক্ষতার সার্টিফিকেট, টিউশন ফি পরিশোধের প্রমাণ কপি লাগে। উল্লেখ্য, আবেদন ফি বাবদ ৪৫-৯০ ইউরো লাগে। আয়ারল্যান্ডে লেখাপড়ার খরচ অনেক বেশি। প্রতি ইউরোতে সেমিস্টার প্রতি ৯৭৫০-৫২,০০০ ইউরো লাগে। আবেদন করতে হলে এ বিষয়গুলো মাথায় রাখা দরকার। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ