শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৬ টি হক রয়েছে,

১. কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে;

২. আমন্ত্রন করলে তা ক্ববূল করবে;

৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে;

৪. হাঁচি দিয়ে আল-হামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে;

৫. পীড়িত হলে তার কাছে গিয়ে তার খবরাখবর নেবে;

৬. সে ইন্তিকাল করলে তার জানাযা সলাতে অংশগ্রহণ করবে।

(বুলুগুল মারাম, হাদিস নং ১৪৩৭, মুসলিমঃ ২১৬২, বুখারীঃ ১২৪০, তিরমিযীঃ ২৭৩৭, নাসায়ীঃ ১৯৩৮, আবূ দাউদঃ ৫০৩০, ইবনু মাজাহঃ ১৪৩৫, আহমাদঃ ২৭১৫৫)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ