হ্যাঁ অবশ্যই। কারণ কম্পিউটারে আপনি খুব সহজেই Adobe illustrator অথবা Adobe Photoshop দিয়ে উন্নতমানের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্নের জন্য।আসলে আপনার বাজেট কিরকম তা বলেন নি।তবে গ্রাফিক্স ডিজাজন, বা ডিজিটাল মার্কেটিং/ওয়েব ডিজাইনিং  এর জন্য অবশ্যই ভালো মানের ল্যাপটপ/ডেক্সটপ  লাগবে যা বর্তমানের আপডেট কৃত এর মধ্যে হলে ভালো হয়। আর উক্ত কাজ করার জন্য যে ল্যাপটপ/ডেক্সটপ টি ক্রয় করবেন সেটা হতে হবে,↓

  • Ram 8 GB হলে ভালো হয়,।
  • Condition- Intact নিতে পারেন।
  • Processor Type Core i7 and  8th/7th Generation Processo হতে হবে।
  • Processor Speed →Basr Frequency 2.60 GHz up to 3.90 GHz, 6M Cache হবে

এছাড়াও Graphics Card দেখে নিবেন, পাশাপাশি স্কিনের সাইজ ও ল্যাপটপ এর সাইজ কিরকম আপনার প্রয়োজন সেরকম চয়েচ করবেন, প্রয়োজনে একজন অবিজ্ঞ ব্যক্তিকে সাথে নিয়েই ল্যাপটপ ক্রয় করুন। এবং ল্যাপটপ/ডেক্সটপ ক্রয় করার পর ল্যাপটপ/ডেক্সটপ এর প্রয়োজনীয় জিনিস পত্র বুঝে নিবেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ