ঢাকার ভিতরেে মানবিকে  যে কোন ছোট বড় যে কোনো কলেজে অনার্সে ভর্তি হতে পারলেই হলো । মুক্তিযুদ্ধা কোটা দিয়েে। কারোর জানা থাকলে জানাবেন প্লিজ । দয়া করে ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না কারণ এটা আমার জীবনের ব্যাপারে । উত্তর দিলে খুব উপকৃত হব । ধন্যবাদ। সঠিক উত্তর দাতার জন্য থাকবে উপহার।


শেয়ার করুন বন্ধুর সাথে
TasfiaIfthy

Call

জি, ভর্তি হওয়ার সুযোগ আছে। 

১.ঢাকা সিটি কলেজ 

২.ঢাকা কর্মাস কলেজ 

৩.আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ 

৪.তেজগাঁও কলেজ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
talukdernbt

Call

ভাই আপনি কোন বিভাগের সেটি বললেন না তো। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির জন্য এস.এস.সি.তে ন্যূনতম জিপিএ ৩ ও এইচ.এস.সি.তে ন্যূনতম জিপিএ ২.৫০ লাগে। এস.এস.সি.তে আপনি পেয়েছেন ২.৮৯। মানবিকে ভর্তির জন্য দুটিতেই ন্যূনতম ২.৫০ লাগে। আপনি ঢাকার কলেজগুলোতে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি মানবিক বিভাগে ভর্তি হতে চান তবে ঢাকা ইন্টারনেশনাল ইউনিভার্সিটি তে সমাজ বিজ্ঞান এর মত সাবজেক্ট পেতে পারেন তবে আপনি বিস্তারিত জানালে আরও ভালো বলতে পারব ইনশাআল্লাহ। যেমন কোন গ্রুপ সন,  ইত্যাদি।  স্কুল,  কলেজ মাদ্রাসা..? 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

তেজগাঁও কলেজে (ফার্মগেট) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ