শেয়ার করুন বন্ধুর সাথে

আমি শুনেছি কাতারে সর্বনিম্ন আয় 

বাংলাদেশি আয় ১৯,০০০ টাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেতন নির্ভর করে কাজের ওপর। কিন্তু সর্বোনিম্ন ঘন্টা প্রতি

৭ রিয়াল মানে ১৪০ টাকা পাওয়া যাবে। এখন কত

ঘন্টা কাজ করবেন তা আপনার বিষয়। সাধারনত  ১০ ঘন্টা

কাজ করতে হয়। বেশী ও করা যায়  কিন্তু দক্ষ লেবারদের

জন্য এই রেট ১২ রিয়াল ও হয়।  কিন্তু যদি আপনি রাজমিস্ত্রি

বা রংমিস্ত্রির কাজ শিখে যেতে পারেন তাহলে বেতন বেশী।

সেক্ষেত্রে সর্বনিম্ন ১২ মানে  ২৪০ টাকা প্রতি ঘন্টা হবে। কিন্তু

দক্ষতা অনুযায়ী ১৮ মানে ৩২০ টাকা ঘন্টা ও হতে পারে। 

বা কোথাও আবার এরথেকেও বেশী পেতে পারেন। তাই

রাজমিস্ত্রি বা রংমিস্ত্রির কাজ শিখে যেতে পারেন।

বি: দ্র: সেখানে চাকরির মূল ২ টি সমস্যা রয়েছে যা দালালরা

আপনাকে কখনোই বলবে না। যেহেতু আমি দালাল না এবং

সত্য প্রকাশ করা উচিত তাই অতিরিক্ত সসংযোজন করছি।

১) কাজ পাওয়াটা যত সহজ মনে করছেন তত সহজ না।

সপ্তার পর সপ্তার কাজের সন্ধানে কেটে যাওয়ার সম্ভবনা

ও থাকতেই পারে। এমন ও হতে পারে যে প্রথম একমাস 

তেমন কোন কাজই পেলেন না।

২) কাজ পেলেও টাকা পাওয়া আরেক বিপদ।  টাকার

জন্য প্রচুর ঘুরায় এবং নতুনদের টাকা অনেক সময় দেয়ই

না। মানে পুরাই বাটপারি। 

কিন্তু নতুন নতুন এইগুলো হলেও পুরাতন হলে আর এসব

সমস্যা হবে না। তখন সুবিধামত কাজ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ