Call


                                       ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জুমআর নামায মূলত দু’ রাকআত। জুমআর নামাযের আগে ও পরে সুনির্দষ্ট রাকআত সংখ্যায় কোন সুন্নাত নামায নেই। তবে কেউ যদি খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হতে পারে তাহলে সে দু’দু’ রাকআত করে খুতবা শুরু হওয়া পর্যন্ত যত ইচ্ছা সুন্নাত নামায পড়তে পারে। (দেখুন সহীহ বুখারী, হাদীছ নং- ৮৪৩) আর যদি খুতবা শুরু হওয়ার পর কেউ মসজিদে উপস্থিত হয় তাহলে শুধু দুই রাকআত নামায পড়ে বসে পড়বে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে। জুমআর নামাযের পরে কেউ যদি মসজিদেই সুন্নাত পড়তে চায় তাহলে চার রাকআত পড়ার কথা বর্ণিত হয়েছে। আর বাড়িতে গিয়ে পড়লে দুই রাকআত পড়ার কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম জুমআর নামাযের পরে বাড়িতে গিয়ে দুই রাকআত সুন্নাত পড়তেন। বিস্তারিত=> http://doinikkontho.com/?p=3013

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জুমু'আর ফরয দুই রাকা'আত, যা জামা'আতের সহিত ইমামের পিছে আদায় করা হয়।


আর জুমু'আর ফরযের আগে চার রাকা'আত সুন্নাত রয়েছে। যা সুন্নাতে মুয়াক্কাদাহ (অবশ্যই আদায় করতে হবে)।


তদ্রুপ জুমু'আর ফরযের পরে চার রাকা'আত সুন্নাত রয়েছে। যা সুন্নাতে মুয়াক্কাদাহ (অবশ্যই আদায় করতে হবে)। 


এটাই ইমাম আবূ হানীফা (রহ.) এবং ইমাম আহমাদ বিন হাম্বল (রহ.)'র মত।


আর ইমাম আবূ হানীফার দুই ছাত্র ইমাম আবূ ইউসুফ এবং ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান এর মতে, জুমু'আর ফরযের পরে চার রাকা'আত সুন্নাতের পর আরো দুই রাকা'আত সুন্নাত আদায় করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ