মুনাফার হার কত হলে ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য ৬১ হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ধরি, মুনাফার হার = r %

দেয়া আছে, মূলধন p = 8000 টাকা

সময়, n = ৩ বছর


আমরা জানি, সরল মুনাফা, I = pnr

এবং চক্রবৃদ্ধি মূলধন, C = p(1+r)^n

সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা = p(1+r)^n - p

প্রশ্নমতে, 

p(1+r)^n - p - pnr = 61

বা, (1+r)^n - 1 - nr = 61/p

বা, (1+r)^3 - 1 - 3r = 61/8000

বা, 1 + 3r + 3r^2 + r^3 - 1 - 3r = 61/8000

বা, r^3 + 3r^2 - 61/8000 = 0

বা, r = 0.05 [সমীকরণ সমাধান করে]

সুতরাং মুনাফার হার, r = 0.05 = 5%

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ