Call

সৎ ছেলে-মেয়ে, সৎ বাবা বা সৎ মায়ের সম্পত্তি পায় না।

তবে কোন ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে সে কথা ভিন্ন।

মুসলিম আইনে সৎ বাবা বা মায়ের নামে কোনো সম্পত্তি থাকলে তাদের মৃত্যুর পর তার আপন সন্তানেরাই শুধু সম্পত্তির ভাগ পাবেন। কোনো সৎ ছেলে বা মেয়ে সৎ বাবা বা মায়ের সম্পত্তি পাবেন না। সম্পত্তির অংশ পাওয়ার ক্ষেত্রে আপন সন্তান কিংবা আপন বাবা-মা হতে হবে।

মুসলিম উত্তরাধিকার আইনে তিন শ্রেনীর উত্তরাধিকার আছে। যেমন : অংশীদার, অবশিষ্টাংশ ভোগী, দূরবর্তী আত্মীয়বর্গ।

১। অংশীদারঃ যে উত্তরাধিকারীদের অংশ কোরআনে নির্দিষ্ট করা হয়েছে তারাই অংশীদার।

২। অবশিষ্টাংশ ভোগীঃ কোরআনে নির্দিষ্ট অংশীদারদের সম্পত্তি বন্টনের পর মৃতের সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে এবং অবশিষ্ট সম্পত্তিতে যাদের অধিকার রয়েছে তারাই অবশিষ্টাংশ ভোগী।

৩। দূরবর্তী আত্মীয় বর্গঃ যাদের সাথে মৃতের রক্তের সম্পর্ক রয়েছে কিন্তু তারা অংশীদার বা অবশিষ্টাংশভোগী নয় তারাই মৃতের দূরবর্তী আত্মীয়বর্গ। যদি মৃতের অংশীদার এবং অবশিষ্টাংশ ভোগী উত্তরাধিকার না থাকে তাহলেই কেবল মৃতের দূরবর্তী আত্মীয়বর্গ সম্পত্তি পাবেন।

সুতরাং মুসলিম উত্তরাধিকার আইনে তিন শ্রেণীর মধ্যে অংশীদারগণই প্রধান উত্তরাধিকার।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ