Jamiar

Call

আসলে এইচ সিরাপ হলো প্যারাসিটামল জ্বর সহ বিভিন্য সমস্যার কারনে চিকিৎসক বাচ্চাদের প্রেস্ক্রিপশন করে থাকেন । যেহেতু আপনার বাচ্চাকে এই সিরাপ খেতে দিয়েছে তাহলে এটাই খাওয়ান কেনো না এইচ সিরাপ (প্যারাসিটামল) চিনিযুক্ত পাওয়া যায় না  বা প্যারাসিটামল জাতীয় সিরাপ গুলো মিষ্টি হয় না । আসলে  আপনার বচ্চাই না অনেক বাচ্চাই মেডিসিন নিতে চায় না । নিলেই বমি করে কান্না করে কিন্তু তবুও খাওয়া তে হবে । আপনার বাচ্চার বয়স তো কম না কাজেই তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ান মেডিসিন দেওয়ার পর পরেই মিষ্টি জাতীয় কিছু খেতে দিন আসা করি খেতে পারবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ