Call

চাহিদা সবথেকে বেশি থাকে ১৪-১৬ বছর বয়সে। ১৮ বছরের পর থেকে তা মন্থর গতিতে কমতে থাকে। ৩০ বছরের পর থেকে সেটি অনেকটা কমে যায়।

তবে শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে অনেকের বেশি বয়সেও চাহিদা থাকে। 

আর সন্তান ততদিন নিতে পারবেন যতদিন নারীর মাসিক হবে। মেনোপজ(মাসিক চিরতরে বন্ধ হওয়া) হলে আর সন্তান নিতে পারবেন না। মেনোপজ সাধারণত ৪০-৫০ বছরের মধ্যে হয়ে যায়। ব্যক্তিবিশেষে কমবেশি হতে পারে।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আমার আম্মুর তো ৩৭থেকে ৪৫ পর্যন্ত ৪বাচ্চা নিয়েছে।তাও বাচ্চা নেবার জন্য সেক্স করেছে এমন না।৩৭এর পর এলার্জির জন্য কনডম ব্যবহার করত না,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ