Call

মানসিক চাপ :

বিভিন্ন কারণে আমরা অনেক সময় কঠিন মানসিক চাপের মধ্যে থাকি। আর এই মানসিক চাপ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের উপর প্রভাব ফেলে। চোখ লাফানো তার মধ্যে একটি।

দৃষ্টিগত সমস্যা :

চোখের বিভিন্ন সমস্যার কারনে চোখ লাফাতে পারে। শারীরিক দুর্বলতা তার মধ্যে অন্যতম। অনেক সময় টিভি, কম্পিউটার বা মোবাইলের স্কিনে একভাবে তাকিয়ে থাকলে স্কিনের আলো চোখের উপর ব্যাপক প্রভাব ফেলে। এ কারনে চোখ লাফাতে পারে।

অধিক মাত্রায় ক্যাফিন ও অ্যালকোহল সেবন :

চক্ষু বিশেষজ্ঞরা মনে করেন অতিরিক্ত মাত্রায় ক্যাফিন ও অ্যালকোহল পান করার কারনে চোখের উপর তার প্রভাব পরে । তাই চোখের পাতা লাফাতে পারে।

চোখে পানি শুন্যতা :

চক্ষু বিশেষজ্ঞরা মনে করেন, চোখের পানি শুন্যতার কারণে চোখ ঠিক মত কাজ করতে পারে না। তাই চোখ লাফাতে পারে।

চোখের এলার্জি :

মানুষের শরীরে বিভিন্ন রকম এলার্জি রয়েছে। চোখের এলার্জি সমস্যার কারনেও চোখ লাফাতে পারে।

শারীরিক দুর্বলতা :

শারীরিক দুর্বলতার কারনে চোখে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। চোখের পাতা লাফানো তার মধ্যে একটি। এছাড়া পর্যাপ্ত পুষ্টির অভাবেও চোখের পাতা লাফাতে পারে।

ঘুম কম হওয়া :

আমরা ব্যস্ততা বা বিভিন্ন কারনে অনেক রাত জেগে থাকি। তাই পর্যাপ্ত ঘুম হয় না।প্রকৃতপক্ষে চোখের একটি নির্দিষ্ট পরিমাণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। সুতরাং ঘুম কম হওয়ার কারণেও চোখ লাফাতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ