শেয়ার করুন বন্ধুর সাথে

ভালো লাগে তোমায় নিয়ে ভাবতে সুনিপুন শিল্পীর মতো রং তুলিতে আঁকতে বাধাহীন কল্পনার দেওয়ালে ভাবনা গুলো মনের মতো করে ফুটিয়ে তুলবো চলোক্ষণ কালের প্রতিবন্ধকতা ভুলে মুক্ত পাখির মতো ডানা দুটি মেলে চলো বৃষ্টির এই ঝরা ক্ষণে আজিখোলা আকাশের নিচে দুজনে ভিজিযখন বৃষ্টির জল তোমার খোলা চুল চুঁ'য়েলাল শাড়ি ভেজাতে পড়বে অবাধে কাঁধ বেয়ে তখন মুখ ফুটে মৃত্তিকাও দিবে ভাষ্য লুকানো তোমার অপরূপ রূপের রহস্যঝুম বৃষ্টিতে ঝুল বারান্দায় দুজনে দুকাপ সাদা চা'য়ে মেতে উঠবো সুক্ষণে রঙিন স্বপ্নে ভরা মধ্য রজনীতে খোলা আকাশের নিচে দুজনাতে ছাদের কোন এক কোণে অথবা খোলা মাঠে বিপরীতে হেলান দিয়ে বসে উল্টো পিঠে রাতের আকাশে লক্ষ কোটি তারা গোনাঅথবা চাঁদকে সাক্ষী রেখে স্বপ্ন বোনাভালো লাগে শীতের সকালে সরিষা ক্ষেতের ধারে জড়িয়ে থাকা চাদরে ধরে থাকা হাতটারে শক্ত করে ঝাপটে ধরে পাশে কি তুমি রবে জানো কি তুমি মনের মাঝে তখন কি হবে আলতো করে ছুঁয়ে যাবে উঞ্চ অনুভূতি উঠবে জেগে ভালোবাসার হাজারো আকুতি ভালো লাগে তোমায় নিয়ে গোধূলি বিকেল বেলা পুরোটা সময় নদীর ধারে দুজনে একেলা অল্প জলে হাতটি ধরে হাঁটতে ভালো লাগে ভাবতেই যেন মনের বেহাগ বেজে উঠে অনুরাগে পঞ্চিমে যখন অস্তমিত কমবে মিহির আলো নগ্ন পায়ে অল্প আলোয় হাঁটবো দুজন চলো গাঁয়ের শ্যামল আঁকা বাঁকা পথটাতে মন টানে শিশির ভেজা ঘাসেতে মন হারিয়েছে সেই খানে আদুল পায়ে খুঁজবো দুজন কুয়াশার জাল ছিঁড়ে সবুজ ফসল বন বাঁদার আর ফুল পাখিদের ভিড়ে রিক্সায় বসে হুটটি ফেলে হাতটি রেখে হাতে সারা বিকেল জনহীন পথে ঘুরবো এক সাথে নীড়ে ফেরা পাখির মতো ফিরবো সায়াহ্ন ক্ষণে ভালোবাসার এক অমর সৃতি রচিব এই ভুবনে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ