শেয়ার করুন বন্ধুর সাথে

অবিনশ্বর কাব্যের অনন্ত ঝড়আবর্তিত হৃদয়ে স্বপ্ন নিথর, কল্পনার আশ্রয় শেষার্ধ বিসর্জনেমুক্তি নাহি মিলে অন্যত্র চলাচলে স্বপ্ন ব্যতীত জীবন অসারস্বপ্নে জীবন বিরহ ভাবনার। নিত্য নতুন বদলে যাওয়া কারও প্রত্যাশা মানে মনে আনে অনিষ্টৈর হাওয়াতবু স্বপ্নের ঘোর বুনে চলে স্বাক্ষর সৃষ্টিতে রস জীবনবোধে হয় ক্ষয়। বেদনায় নিঃস্ব কালের আলাপনস্বয়ং পৌষ খোঁজে স্মৃতির মিলনায়তনমানব নিকুঞ্জ মানে কল্পনাতীত অতীত বৃষ্টির সুর ধারা মুক্তির ভীত। সৃষ্টির সমারোহ নব দিনের গীতপুষ্পিত কাননে রঙিন স্বপ্নের মৃত্যু ঘুচাবে যেদিন এ দায় সেদিন তোমার দুয়ারে আবারও দাঁড়াবো আমি ততদিন নির্জনায় নিব ঠাঁই ভেবে নিয় না স্বার্থপরতা ভাবলেই বা কীতুমি তো হৃদয়হীনা নীলিমা। আমি চলে যাব আমার সান্ত্বনা ভেবে ছোট্ট হৃদয়ে নীলিমার বিশালত্ব আবদ্ধ না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ