Jamiar

Call

আসলে স্যামসাং ফোন না যত এন্ডয়েড ফোন আছে সব গুলো ফোনেই ইমেইল এড্রেস লাগে তবে কিছু কিছু স্যামস্যাং ফোন আছে যেগুলো আগের ইমেইল ব্যতীত ফোনের উন্ডোযে বা হোমে যাওয়া যায় না । তাছাড়া যেগুলো অর্জিনাল ফোন সেগুলোতে অবশ্যই ইমেইল এড্রেস লাগে।

আপনার ফোনে আপনার ইমেইল দিতে না পারলে বা ইমেইল না থাকলে আপনি চাইলেও অন্যের ইমেইল দিতে পারবেন সমস্যা নেই তবে কেউকি চাইবে যে তার ইমেইল আপনি ইউস করেন । । তাছাড়া ফোনে কার ইমেইল দেন দেন ফোনের কোন সমস্যা হবে না । মুলত ফোনে ঈমেইল দিয়ে সাইন আপ করলেই হলো । আসা করি বুঝতে পারছেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

এইটাকে বলে Frp লক এটা খোলা প্রায় ঘন্টা খানেক সময় লাগে ।


আর যদি অই মোবাইলে Login করা ই-মেইল এড্রেস জানা থাকে তাহলে কেবল সেটা দিয়েই খুলবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার ফোনে ফেক্টরি রিসেট পাসওয়ার্ড লেগে গিয়েছে।

এর কারন হলো আপনি যখন ফোনটি অফ করে হার্ড রিসেট দিয়েছেন।অথবা রিসেট দেয়ার আগে গুগোল একাউন্ট ফোন থেকে রিমুভ করে নেননি।আপনি আপনার ফোনের মডেল উল্লেখ করুন।

সমস্যা সলভ করে দিচ্ছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ