Call

(১) রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে। 

(২) প্রশ্নানুযায়ী, 4d=40cm বা, d=10cm

 (৩) প্রশ্নটিতে কিছু সমস্যা বিদ্যমান। যথা- বাস্তব সংখ্যা সেটের প্রত্যেক সদস্যের গুণনীয়ক হলো ১। ১-কে গুণ অপারেশনের সাপেক্ষে বাস্তব সংখ্যা সেটের অভেদক বলে। অর্থাৎ যে কোনো দুইটি বাস্তব সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক ১। অতএব, প্রশ্নটি হওয়া উচিত ছিল- দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটির গ.সা.গু. কত হবে? বা, দুইটি সহমৌলিক সংখ্যার গ.সা.গু. কত হবে? বা, দুইটি সংখ্যার মাঝে কোনো মৌলিক সাধারণ উৎপাদক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে? প্রশ্নটি সঠিকভাবে করা হলে এর উত্তর হত ১।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ