অটো গাড়ির ওভার ড্রাইভ বা o/d সুইচ সম্পর্কে জানতে চাই । কখন চালু করতে হয়? কখন বন্ধ করতে হয়? সাধারণত আমরা যখন গাড়ি স্টার্ট দিই, তখন ড্যাশবোডে এটি দেখায় না, মানে বাতি টা জ্বলে না। যখন সুইচ দিই তখন লেখা উটে " O/D off " লেখা উঠে। সহজ ভাষায় প্রশ্ন হলো - ড্যাশবোডে কখন লেখাটি তোলব বা জ্বালাব আর কখন বন্ধ করব বা নিভাবো? 


Share with your friends