২০ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ২০ সেকেন্ড ব্যাপী ২০ নিউটন বল প্রয়োগ করা হয়েছে। পরবর্তী ২০ সেকেন্ডে বস্তুটির গতিশক্তি কত?
শেয়ার করুন বন্ধুর সাথে

দেয়া আছে, বস্তুর ভর m= 20kg বস্তুর আদিবেগ,u= 0m/s সময়,t= 20s বস্তুর উপর প্রযুক্ত বল, F= 20N ১ম ক্ষেত্রে,  জানা আছে,F=ma বা,a= 20N/20kg  বা,a= 1. m/s2 সুতরাং বস্তুর শেষবেগ,v= u+at বা,v=0m/s+1m/s2 X 20s বা,v= 20m/s ২য় ক্ষেত্রে,  বস্তুর আদিবেগ,u1 = 20m/s সময়,t=20s ত্বরণ,a=1 m/s2 জানা আছে,v1=u1+at(এখানে v1 ২য় ক্ষেত্রে বস্তুর শেষবেগ) বা,v1= 20m/s+1 m/s2 X 20s  বা,v1= 40 m/s সুতরাং,বস্তুর গতিশক্তি,Ek=1/2 mv2  ( এখানে v দ্বারা v1 বোঝানো হয়েছে এবং v2 মানে হলো v1 এর স্কয়ার) বা,Ek=1/2 X 20kg X (40 m/s2)2 বা,Ek=(1/2 X 20 X 1600) J বা,Ek=16000J আশা করি উত্তর পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ