Waruf

Call

এগুলো ফাংগাসে আক্রমন। সাধারনত ময়লা বহুদিন জমে থাকলে এটি হয়। এটির জন্য ঔষধের চেয়ে পরিস্কার পরিচ্ছন্নতা বেশি কার্যকারী। এটি থেকে খুব সহজে রক্ষা পেতে প্রথমেই লাইফবয় সাবান লালটি কিনুন। অন্য সাবানে সারবে কিনা জানা নাই। এইটি আমার পরিক্ষিত। বর্তমানে দুই সপ্তাহর মত প্রতিদিন সাবান দিয়া ডলে পরিষ্কার করুন। শুধু আক্রান্ত স্থান নয়, সমস্ত জায়গা পরিষ্কার করুন যাতে ত্বকে জমা ময়লা সব উঠে যায়। গোসল শেষে এক ঘন্টা পর যখন ত্বক শুকিয়ে যাবে তখন আক্রান্ত স্থানে ফিটকিরির জল লাগান। এভাবে মাত্র এক সপ্তাহ করলেই আপনি দেখতে পাবেন সেরে যাচ্ছে। এর সাথে ডাক্টারের পরামর্শে যেকোন একটি পেনিসিলিন গ্রুপের গায়ে মাখা ঔষধ নিয়া লাগাতে পারেন। পুরাপুরি সেরে উঠবে। কিন্তু সাবধান, পরিষ্কার করে নিয়মিত গোসল না করলে আবারও ফিরে আসবে। আর হ্যা দু সপ্তাহ পর প্রতিদিন সাবান দিবেন না। একদিন বাদে একদিন এবং মাস খানেক পর সপ্তায় দুদিন অভ্যাসে পরিনত করবেন।

Talk Doctor Online in Bissoy App