শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রচলিত দুআ কুনূত পড়ার ব্যাপারে দুইটি মত পাওয়া যায়।

প্রথম মতঃ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ...এ দুআটি সহীহ হাদীস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের আমল দ্বারা প্রমাণিত।

এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরাঈল (আঃ) এসে কুনূত হিসাবে উক্ত দুআটি শিখিয়েছেন। (সুনানে কুবরাঃ ২/২১০; মারাসীলে আবু দাউদ পৃ. ৮; ইলাউস সুনান ৬/১০৭)।

হযরত উমর (রা.) বিতরের কুনূতে রুকুর পূর্বে উক্ত দুআটি পড়তেন। (কিয়ামুল লায়ল পৃ. ৩০০)।

হযরত আবু আবদুর রহমান বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আমাদেরকে কুনূতের দুআয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ... দুআটি পড়ার তালীম দিয়েছেন। (মুসান্নাফ ইবনে আবী শায়বা (নতুন সংস্করণ) ৪/৫১৮)।

হযরত সুফিয়ান (রহ.) বলেন, পূর্বসূরীগণ কুনূতের দুআয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ...দুআটি পড়তেন। (আদ্দুররুল মানছুরঃ ৬/৪২২)।

হযরত যুবায়ের ইবনে আদী (রহ.) বলেন, হযরত ইবরাহীম নাখায়ী (রহ.) বিতরের কুনূতে উক্ত দুআটি পড়তে পছন্দ করতেন। (মুসান্নাফ আবদুর রাযযাকঃ ৩/১২১)।

অতএব প্রথম মত অনুযায়ী দুআটি সুপ্রমাণিত।

দ্বিতীয় মতঃ বিতর সালাতে কুনূত হিসাবে ‘আল্লা-হুম্মাহ্দিনী ফীমা হাদায়তা…মর্মে বর্ণিত সহীহ দোআটি পড়তে হবে (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১২৭৩)।

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা…দোআটি কুনূতে নাযেলায় পড়ার ব্যাপারে এসেছে (বায়হাক্বী ২/২১০)।

আলবানী বলেন, আমি এ দোআটি বিতরের কুনূতে পড়ার ব্যাপারে কোন রেওয়ায়াত পাইনি। (ইরওয়াউল গালীল ২/১৭২ পৃঃ)।

বিতর সালাতে প্রচলিত দুআ যথা ‘আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা’ এটা সহীহ সূত্রে পাওযা যায় নাই বরং সেটা মুরসাল বা যঈফ (বাইহাক্বী-২/২১১)।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদ্ধতিঃ হাসান বিন আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার মাতামহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম আমাকে কিছু কথা শিখিয়েছেন, যা আমি বিতরের সালাতে কুনূত পাঠ করি তা হলঃ- আল্লা-হুম্মাহদিনী ফিমান হাদাইতা..... তাবারাকতা রববানা ওয়াতা আ-লাইতা, লা-মানজা নিকা ইল্লা-ইলাইকা। (তিরমিযী-১/৪২৯, ইবনু মাজাহ-২/৪৬০, নাসাঈ-২/২৯৯)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ