Call

গর্ভাবস্থায় নামাজ পড়তে অতি কষ্টসাধ্য হলে ফরজ, সুন্নত, বিতরের নামাজ বসে পড়তে পারবে।

রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তবে ইশারা করে নামাজ আদায় করো। (সহিহ বুখারি, হাদিস : ১০৫০)।

যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম, সে বসে বসে রুকু সিজদা আদায় করে নামাজ আদায় করার অনুমতি আছে। নামাজের সব রুকন আদায় করতে অক্ষম হলে যেসব রুকন আদায় করতে সক্ষম সেগুলো আদায় করবে।

আর যদি বসে রুকু সিজদা করতেও অপারগ হয়, তাহলে সে বসে ইশারার মাধ্যমে রুকু সিজদা করবে। (সহিহ বুখারি, হাদিস : ১০৪৭, ১০৫০)।

যে ব্যক্তি ইশারায় রুকু সিজদা করবে, সে রুকু থেকে সিজদাতে সামান্য বেশি ঝুঁকবে। অন্যথায় নামাজ সহিহ হবে না। (তিরমিজি, হাদিস : ৩৭৬)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mdsagor76

Call

আপনি ফরয সালাতগুলো  দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ