Jamiar

Call

যদি সাদা স্রাব গুলো দুর্গন্ধ না হয়,দানা দানা না হয়,গোপনাঙ্গে চুলকানি না থাকে,প্রস্রাবে জ্বালাপোড়া না হয়, এবং স্বাভাবিক ভাবেই সাদা স্রাব নির্গত হলে কোন সমস্যা নেই।যা সসম্পূর্ণ সুস্থতা আছেন এ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকুন। তবে প্রেগন্যান্সির সমস্যা সাদা স্রাব গেলে যোনি ও জরায়ু পরিস্কার হয়। সুতারং চিন্তামুক্ত থাকুন।তবে হ্যা যদি সাদা স্রাব গন্ধযুক্ত ও গোপনাঙ্গে চুলকানি হয় তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের কাছে যাবেন ও লবন মিশানো হালকা গরম দিয়ে গোপনাঙ্গ পরিস্কার করবেন।।ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ