Jamiar

Call

হ্যা যাবে ।আপনার জন্মনিবন্ধন প্ত্র না থাকলে আপনি যখন ভোট তুলার জন্য nid আবেদন করার জন্য ফরম পূরন করার সময়ে আপনার সার্টিফিকেট এর তথ্য অনুযায়ী আপনার nid আবেদন ফরম টি পূরন করবেন।এবং আপনার  সার্টিফিকেট এর  এক কপি       জমা দিবেন ফরমের সাথে তা হলেই হবে। আর কোণ কিছুই লাগবে না । 

তবে আপনাকে বলি যে আপনি যত তারাতারি সম্ভব আপনার জন্মনিবন্ধন পত্র তৈরির জন্য অনলাইন আবেদন ক্রুন । কেনো না আগামী কয়েক মাসের মধ্যেই জন্মনিবন্ধন পত্রের গুরুত্ব nid  পত্রের চেয়ে অনেক হারে বেড়ে যাবে বিশেষ করে ছাত্র/ছাত্রীদের জন্য। কাজেই এ ব্যপারে আর অবহেলা করবেন না ।  আসা করি বুঝতে পারছেন।পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ