প্রতি ইউনিট বিদ্দুত ১০ টাকা করে হলে একটি ৪৫  ওয়াট ফ্যান ও একটি ৩০ ওয়াট বাতি গড়ে ২৪ ঘন্টা করে চললে  মাসিক বিল কত আসবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

মোট লোড ( ৪৫+৩০ ) = ৭৫ ওয়াট 

৭৫/১০০০ = ০.০৭৫ কিলোওয়াট ।

দৈনিক ২৪ ঘন্টা চলে তাহলে, (০.০৭৫ x ২৪) = ১.৮ ইউনিট।


একদিনে বিল আসবে (১০ x ১.৮) = ১৮ টাকা। (১ ইউনিট =১০ টাকা)

ত্রিশদিনে (এক মাস) আসবে  (১৮ x ৩০) = ৫৪০ টাকা।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ