শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

কম্পিউটার কাজ করে বাইনারী সংখ্যা পদ্ধতিতে এবং কম্পিউটার শুধু যোগ করতে পারে। কারন এডার লজিকের মাধ্যমে যোগ করা সহজ কিন্তু বিয়োগ করা যায়না। তাই বিয়োগের কাজ গুলো যোগের মাধ্যমে করার রীতি ব্যবহার করা হয়, এই রীতিকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। কমপ্লিমেন্ট দুই প্রকারে ব্যবহার হতে পারে। ১s কমপ্লিমেন্ট এবং ২s কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট নিয়ম হচ্ছে ১s এর ক্ষেত্রে বাইনারী ডিজিটের বিপরীত মান, যেমন ধরুন একটি বাইনারী সংখ্যা হচ্ছে  ১০১১ তাহলে এর 1s কমপ্লিমেন্ট হবে ০১০০ । খেয়াল করুন ০ এর জাগায় ১ এবং ১ এর জাগায় ০ হয়েছে। এই ভাবে কমপ্লিমেন্ট করা হয়। তবে ২s কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে এই মানের সাথে ১ যোগ করতে হবে(বাইনারী যোগ) তাহলে যে মান পাওয়া যাবে তা ২s কমপ্লিমেন্টারী মান। বিয়োগের কাজ এবং ঋনাত্মক সংখ্যার যোগ সহ বিয়োগ করতে এই কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। কারন কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারেনা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ