আমাদের দেহের কোন অঙ্গের স্পর্শ অনুভূতি সবচেয়ে বেশি এ প্রশ্নটা নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। কারও মতে স্ক্রীন কারো মতে আঙ্গুলের মাথা কারো মতে আমাদের মস্তিষ্ক । যেহেতু আপনি এখানে দুটি অপশন রেখেছেন জিব নাকি আংগুলের মাথা!

সেহেতু আমি আংগুলের মাথা কে বলব সবচেয়ে স্পর্শ অনুভূতিশীল অঙ্গ। কেনো বললাম ?


আমরা সকলেই জানি যে আমাদের শরীরে স্নায়ু এর মাধ্যমে মস্তিষ্কে অনুভূতি যাতায়াত করে। তখনই আমরা সে অনুভূতিটি পাই । কিন্তু এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে সকল স্নায়ুর কাজ এক হলেও যেই অনুভূতিকে নিয়ে যায় সেই অনুভূতিটা এক নয় । আরেকটি বিষয় না বললেই নয় এই সকল স্নায়ু এর শেষ মাথাটা হচ্ছে আংগুলের মাথা। এবার আসি আসল কথায়, আমাদের জিব্বা আমাদের খাবারের অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে থাকে সেখানে স্পর্শ অনুভূতি প্রেরণ করাটা দুর্বোধ্য ব্যাপার । আর আঙ্গুলের মাথায় স্নায়ু শেষ হয় আর আঙ্গুলের মাথায় যে স্নায়ুগুলো থাকে সেগুলো স্পর্শের অনুভূতি প্রেরণে সক্ষম এবং সবচেয়ে বেশি সংবেদনশীল । এই জন্য আমি বললাম যে সবথেকে স্পর্শ অনুভূতি নাঙ্গ হচ্ছে আংগুলের মাথা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ