Call

 আমরা জানি

 তরলের মধ্যে যেকোনো গভীরতায়  চাপ p=hpg

 এখানে 

        গভীরতা  h

       তরলের ঘনত্ব p

     অভিকর্ষজ ত্বরণ  g

     নির্দিষ্ট গভীরতার জন্য h   ধ্রুবক আবার  অভিকর্ষজ ত্বরণ  g  ধ্রুবক বলে  p  &  p. [  & এর জায়গায় সমানুপাতিক চিহ্ন ]



 অর্থাৎ নির্দিষ্ট গভীরতা চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে আর তরলের ঘনত্ব নির্ভর করে তরলের প্রকৃতির উপর । বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন হয়।


 তাই বলা যায় নির্দিষ্ট গভীরতা চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে  ।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ