শেয়ার করুন বন্ধুর সাথে

প্যাসকেলের সূত্রঃ


কোন আবদ্ধ স্থির তরলের যে কোন অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থাকিয়া তরল পদার্থের মধ্য দিয়া চারিদিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে।


সূত্র: নবম - দশম এর ফিজিক্স বই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্যাসকেলের সূত্রঃঃ


একটা আবদ্ধ  পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বা লম্বি ভাবে কাজ করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ