শেয়ার করুন বন্ধুর সাথে

প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ধরা যাক ক বস্তুটি খ বস্তুর ওপর F1 বল প্রয়োগ করে তা হলে নিউটনের ৩য় সূত্র অনুযায়ী খ বস্তুটিও ক বস্তুর ওপর সমান ও বিপরীত F2 বল প্রয়োগ করবে। এক্ষেত্রে খ বস্তুর ওপর ক বস্তুর বল হছে ক্রিয়া বল এবং ক বস্তুর ওপর খ বস্তুর বল প্রতিক্রিয়া বল।

অর্থাৎ F2=-F1

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ