শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার প্রাথমিক ভাবে দরকার একটা ফার্মেসির ট্রেনিং করা। (আপনি ফার্মেসী কোর্স, পল্লী ডাক্তারের কোর্স অনেক ধরনের কোর্স আছে যে কোনো একটি কোর্স করুন।)

বাংলাদেশ ফার্মেসি কাউনসিল থেকে। এরপর ট্রেনিং লাইসেস ও ড্রাগ লাইসেস করুন বাংলাদেশ ঔষধ প্রসাশন অধিদফতর থেকে।

ড্রাগ লাইসেন্সের জন্যে আবেদন করতে যা যা প্রয়োজন:

১ / ট্রেড লাইসেন্স

২/ টি.আই.এন সনদপত্রের ফটোকপি

৩/ পাসপোর্ট সাইজের ছবি

৪/ ব্যাংক একাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র

৫/ দোকান ভাড়ার রসিদ/চুক্তিপত্র (নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি) ৬। ফার্মাসিস্ট ট্রেনিয়ের সনদপত্রের ফটোকপি

৭/ নাগরিকত্বের সনদপত্র/ভোটার আই.ডি কার্ডের ফটোকপি
৮/ ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র [ফরম নম্বর-৭] (যথাযথ ভাবে পূরণকৃত) যোগাযোগের ঠিকানাঃ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর ১০৫-১০৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ