একদা এক গরিব পরিবারে একটি মেয়ে জন্ম নেয়।মেযেটির মা - বাবা আদর করে নাম রাখে প্রমিলা। মেয়েটির বয়স  যখন সাত বছর। মেয়েটি হঠাৎ মাকে এক মহা বিরাট প্রশ্ন করে।প্রমিলা মায়ের কাছ থেকে জানতে চাই।মা "আমরা এত গরিব কেন?" তখন উত্তরে মা বল্ল।তুমি আসার আগ থেকেই আমরা গরিব ছিলাম। মা আরো বল্ল, তোমাকে পেয়ে আমরা সাত রাজার ধন পেয়েছি।আমরা এত গরিব নই রে মা।সুতরাং এখান থেকে বলা যায়ঃ

মা - বাবার জিবনে চেলে - মেয়ে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ।



শেয়ার করুন বন্ধুর সাথে