Nahil

Call

মেয়েরা মায়ের জমি অবশ্যই পাবে.. যদি মা নিজের জমি শুধু ছেলেদের লিখে দেই তাহলে মেয়েরা পাবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি বলতেছেন মায়ের নামাযে জমি আছে কিন্তু সেগুলো ছেলের নামে করে দিলে তার মেয়েরা মামলা করে জমি নিতে পারবে কিনা।তাই তো।
(আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি বুঝে নিবেন) আসলে এখানে জমি মালিক আমার মা আর যদি আমার মা কোন কারন বসত আমাকে ওনার সব জমি আমার নামে লিখে দেয় এবং আমার বোন দের ১ শতক ও না দেয়, এতে আমার বোনেরা রাগ করে যদি থানায় মামলা করে তাহলে তাদের মামলা গ্রহণযোগ্য করবে না।কেনো না এখানে মায়ের সমপত্তি, মা ইচ্ছা করে যাকে দিবে সমপত্তি তার হবে।ঐ সমপত্তি এখানে বাকি ছেলে/মেয়েদের ঝগরা বা মারামারি করে বা মামলা করেও আদায় করতে পারবে না।

তবে হ্যা যদি মা মারা যায় তাহলে মায়ের জমি গুলো বোন রা সবাই সমান ভাগে ভাগ করে নিবে। যদি এখানে ভাইয়ের সমপত্তি না থাকে বা অভাবে থাকে তাহলে ভাই সহ সবাই সমান ভাগে ভাগ করে নিতে পারে।

তবে যাইহোক ভাই আপনার সমস্যাটি আমি বুঝতে পারছি বাট আপনি যদি পঞ্চায়েত বসান তবুও ছেলেকে দেওয়া ঐ মায়ের সমপত্তি মেয়েদের নামে করতে পারবেন না।বা মেয়েরা বিক্রি করতে পারবে না।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ