শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যৌগিক পদার্থের ধাতব বন্ধন ঘটে না। ধাতব বন্ধন কেবল মৌলিক ধাতুর ক্ষেত্রেই ঘটে। এই বন্ধনের ফলে প্রতিটি পরমানূর সর্ব বহিস্থ ইলেক্ট্রনটি ঐ পরমানুর অধিনে না থেকে সমস্ত ধাতু খন্ডে ছড়িয়ে পড়ে। এবং ইলেক্ট্রন হারিয়ে পরমানূটি পাশের একই পরমানুর সাথেকে এক ধরনের জালের নেয় বিশেষ বন্ধ গঠন করে যার উপর দিয়ে মুক্ত ইলেক্ট্রনটি ছুটে চলে। ফলে পরমানূ গুলো অতি নিবিড় শক্ত অবস্থান ধরে রাখে যাকে ধাতব বন্ধন বলা হয়। ধাতব বন্ধন নাম থেকে বোঝা যায় যে এটি শুধু ধাতুতেই ঘটে। এমনকি তুবে সংকরর ধাতুতেও এই বন্ধন গঠন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ