পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ভোগাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি। তিনি বলেন, এতে জ্ঞানের শূন্যতা তৈরি হবে। যা কাটাতে অনেক কষ্ট হবে।


শনিবার (১৪ নভেম্বর) সারাবাংলা ফোকাসে ‘করোনার অভিগাত: কোন পথে শিক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলার সিনিয়র নিউজরুম এডিটর রাজনীন ফারজানা। এ সময় আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর’র শিক্ষক ড. এম ওয়াহিদুজ্জামান চাঁন ও ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশীদ।


আলোচনায় অংশ নিয়ে নজরুল ইসলাম রনি বলেন, ‘সব খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তারপরও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এটার দায় পরবর্তী প্রজন্মকে বহন করতে হবে। অটোপাস মন্দের ভালো। শিক্ষার্থীরা কিন্তু ঘরে বসে নেই। তারা বাইরে ঘুরছে। তাহলে কেন তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে না? ওরা তো কিছু শিখছে না। পরীক্ষা না নেওয়ার কারণে পরবর্তী ক্লাসে শিক্ষকদের ওপর চাপ বাড়বে।'


ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষার্থীরা যেহেতু এসএসসি ও জেএসসি পরীক্ষা দিয়েছে, সেখানে তাদের অর্জনের একটি প্রতিফলন রয়েছে। এজন্য এইচএসসির ফলাফল তৈরি করলে সেটি নিয়ে কোনো বিতর্ক হবে না। হয়তো শতভাগ গ্রহণযোগ্য হবে না। তবে ৯০ শতাংশ শিক্ষার্থীই এই ফলে খুশি হবে।’


উল্লেখ্য, করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বাতিল হয়েছে এইচএসসিসহ এই বছরের সব পাবলিক পরীক্ষা। বাতিল হয়েছে বার্ষিক পরীক্ষাও।



শেয়ার করুন বন্ধুর সাথে