Asad24

Call

এখানে আপনি পৃষ্ঠা হিসাবে বলতে, ফেসবুক পেইজের কথা বুঝিয়েছেন। ফেসবুক পেইজের সাহায্যে একাধিক গ্রুপে যুক্ত হ‌ওয়া যায়। অর্থাৎ, কোনো নির্দিষ্ট লিমিট নেই। তবে যেসব গ্রুপে যুক্ত হ‌ওয়া যায় না, সেগুলোতে মূলত গ্রুপের এডমিন‌ই আগে থেকে পেইজ জয়েন বন্ধ করে রাখে।যার ফলে সেসব গ্রুপে পেইজ দিয়ে যুক্ত হ‌ওয়া যায় না।অন্যান্য গ্রুপের এডমিনরা Who Can Join থেকে গ্রুপে ফেসবুক পেইজ প্রবেশের অনুমতি দেওয়ার কারণে,সেসব গ্রুপে পেইজকে যুক্ত করা যায়।

গ্রুপে ফেসবুক পেইজ যুক্ত করতে Facebook Lite এর পরিবর্তে অফিসিয়াল Facebook এপ অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে জয়েন হ‌ওয়া যাবে। এক্ষেত্রে যেই গ্রুপে জয়েন হবেন, সেই গ্রুপটি সার্চ দিয়ে খুঁজে অথবা সরাসরি গ্রুপে গিয়ে নীচের পেইজ আইকন থেকে পেইজটি যুক্ত করিয়ে নেওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ