Share with your friends
Call

ফ্রি ফায়ার গেম খেলা জায়েজ নয়। এই খেলা অহেতুক হওয়ায় মাকরূহ বা নাজায়েজ।

ফ্রি ফায়ার তথা ভিডিও গেম অনর্থক খেলার মাঝে শামিল। যেহেতু এর দ্বারা শারিরিক কোন উপকার নেই। অহেতুক সময় নষ্ট করা, তাই এটি অপছন্দনীয়। এবং এই ভিডিও গেমে মিউজিক আছে যা সম্পূর্ণই নাজায়েজ। তাই এসব অহেতুক ভিডিও গেম খেলা থেকে বিরত থাকাই জরুরী।

ইসলামের এক দৃষ্টিভঙ্গি হচ্ছে, যে কোনো অনর্থক কাজকে বর্জন করা। হাদীস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে, যা কিছু অনর্থক তা বর্জন করা। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ২২৯; জামে তিরমিযী, হাদীস ২৩১৮)।

ভিডিও গেমসগুলো আক্ষরিক অর্থেই অর্থহীন কাজ। লক্ষ্য করলে দেখবেন, এগুলো আমাদের দুনিয়া-আখেরাতের কোন উপকারেই আসে না। বরং বাস্তবতা তো হচ্ছে, এগুলো অর্থহীন হয়েই শেষ নয়। দুনিয়া-আখেরাতে আমাদের অসংখ্য ক্ষতিও টেনে আনছে। তাই এসব খেলা মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করছে। দেখা যায়, গেমের নেশায় জামাত ছেড়ে দিচ্ছে। নামাযও কাযা করছে অবলীলায়। জরুরি কাজ ছেড়ে পড়ে থাকছে এ নেশা নিয়ে। মা বাবার অবাধ্যতা, স্ত্রী সন্তানের প্রতি অবহেলা- এসব তো অহরহই ঘটছে।

পবিত্র কুরআনের একটি আয়াত এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কতক মানুষ এমন, যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য এমন সব কথা খরিদ করে, যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য আছে এমন শাস্তি, যা লাঞ্ছিত করে ছাড়বে। (সূরা লোকমান ৩১ : ৬)।

দ্বিতীয়ত, এ গেমগুলো চোখের ক্ষতি করছে। ব্রেনের ক্ষতি করছে। স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াচ্ছে। অস্থির, অশান্ত ও নেশাগ্রস্ত করে তুলছে। বিপুল পরিমাণে সময় ও কর্মশক্তির অপচয় করছে। কল্পনাতীত অর্থ-সম্পদ ধ্বংস করছে। মানুষকে নির্মমতা ও পাশবিকতা শেখাচ্ছে। অন্যকে মেরে নিজে জেতার হিংস্র মনোভাব শিক্ষা দিচ্ছে। ইসলাম কেমন করে এমন ধ্বংসাত্মক বিনোদন অনুমোদন করতে পারে? ©

Talk Doctor Online in Bissoy App
Call

সব আলেমরা ঐক্যমত পোষণ করেছে ইসলামের দৃষ্টিতে সেই সব খেলা হারাম যা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। তাছাড়া আমাদের শারেরীক কোনো (ব্যায়াম) উপকার হয় না যে সকল খেলা সে সকল খেলা হারাম। 


তাছাড়াও Free fire প্রতব অতিরিক্ত আসক্তের কারণে ব্রেইন, চোখের মারাত্মক ক্ষতি করে। এই ধরনের খেলা ইসলাম সমর্থন করে না। রাসূল (সা.) এমন খেলা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন উম্মতগণকে। 


Free fire, Online বা যে কোনো গেইম আমাদের আল্লাহর ইবদত থেকে দুরে শরিয়ে রাখে, আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে রাখে তখন শয়তান তার সঙ্গি হয়ে যায়।


আল্লাহ তায়ালা পবিত্র কেরআনে এরশাদ করেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করি। অতপর সে তার সঙ্গী হয়।’ (সুরা যুখরুফ : আয়াত ৩৬) তাছাড়া যে কোন প্রকার জিনিষ যা আল্লাহ-কে বিশ্বাস অথবা তাকে মনে করা অথবা তাকে ভয় করা থেকে আপনাকে ভুলিয়ে রাখে, আল্লাহ-র উপর থেকে বিশ্বাস নষ্ট করে, আপনাকে মানুষ থেকে পশুর মত আচরণ করতে বাধ্য করে তাই হারাম।


এই খেলাটা যদি নিজের নিয়ন্ত্রনে থাকে, সময় নষ্ট না হয়, আপনাকে মারমুখো পশুতে না পরিবর্তন করে, অশ্লীলতায় না ডোবায়, তাহলে হয়তবা হারাম নয়।


 কিন্তু Free fire খেলার ফলে আচরণের মারমুখো ভাব চলে আসে। Free fire খেলা জীবন থেকে মূল্যবান বহু সময় কেড়ে নেয়। 


আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন তাকে কে বিশ্বাস করে সময় দিয়ে পরীক্ষা করতে। এই সময়কে যখন আপনি নষ্ট করেন, অবহেলা করেন অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন- আল্লাহকেই আপনি অসম্মান করেন। কারণ সময়টা তাঁর বিশেষ নেয়ামত।


 কেয়ামতের দিন মহান আল্লাহ-র কাছে এই সময় কী কাজে ব্যয় করা হয়েছে জবাব দিতে হবে। আশাকরি স্পষ্ট করে বুঝতে পেরেছেন Free fire খেলা যে হারাম।

Talk Doctor Online in Bissoy App