আমার কাচে একটু ব্যাথা ছিলো তাই আমি মলম ব্যবহার করি একটু কিন্তু মলম টা বেশি হওয়ায় আমার পোতায় মলম টা লাগে আর সাথে সাথে আমার পোতা টা পোড়া  যায়   আমি থামতে না পেরে পানি দেই পরে দেখি আস্তে আস্তে পোড়া যেয়ে চুলকায় আমি চুলকাই পরে খুব জালা করে আর একটু দাদ ও মনে হয় আছে তবে পোতা চুলকার জন্য আমার খুব কস্ট হয়।।।। এটা ৩ বছর আগ থেকে চলে আস্তেছে।।  তবে হোমিও ওষুধও খাইছি তাতে খালি কমে ফির পরে না খেলে আবার সাবেক হয়ে যায়।। তাই কেউ জেনে থাকলে আমাক একটু বলেন আমি উপকৃত হতাম।।।।।পোতা চুলকালে গুরা পরে।।।       


Share with your friends
Jamiar

Call

প্রশ্নকারী প্রশ্ন করার সময় অবশ্যই নিজের ভাষার উপর নজর দিবেন। 

অন্ডথলিতে ফাংগাল সংক্রান্ত আক্রামণ এর কারনে অন্ডথলিতে চুলকানি হয়ে থাকে যার ফলে চুলকাইলে উপরের শুঁকনো চামড়া গুলো উঠে আসে। অন্ডথলিতে সাবান লাগাবেন না। পরিস্কার ও শুকনো আন্ডারওয়ার ব্যবহার করবেন। ভিজা বা স্যাঁতসেঁতে আন্ডারওয়ার ব্যবহার করবেন না। অন্ডথলি চুলকাবেন না, চুলকানোর সময় বেশি কচলাবেন না। অন্ডথলিতে প্রতিদিন দুই বেলা করে নারকৈল তৈল লাগবেন। ঘুমানোর আগের এবং গোসলের পর। পাশাপাশি  ফাঙ্গিসন  ক্রিম ক্রয় করবেন দাম ৪৫ টাকা। ঐ নিয়মে এই ক্রিম ব্যবহার করবেন।প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসা নিবেন।

ধন্যবাদান্তে জামিয়ার। 

Talk Doctor Online in Bissoy App