কোনো ডাক্তার এর খোঁজ পাওয়া যাচ্ছে না । আমার বয়স 15 । 2 মাস আগে টাইফয়েড জ্বর হয়েছিল এখন নেই কিন্তু এখন পায়খানার সাথে রক্ত অল্প মিশে থাকে একেবারে মিশে থাকে তাই বুঝি না সেটা কি পায়খানার রং না রক্ত । অনেক আগে একবার রক্ত গেছে আগে । ইদানিং দেখি লাল রং এর থেকে একটু হালকা রং পায়খানার সাথে মানে পায়খানার রং এক যায়গা দিয়ে অল্প । মিউকাস যেত ইদানিং যায় না । কখনো পায়খানা হালকা শক্ত কখনো নরম । আর আজ বারবিকিউ খাবার পর মল ঠিক ছিল হঠাৎ পাতলা পায়খানা । পেটে বাম পাশে ব্যথা করে হালকা ডান পাশেও করে পায়খানা ছাড়াও মাঝে মাঝে করে । পায়খানা ক্লিয়ার হয় না । এসবের কারণ ও কি? কোন ক্যান্সার নয় তো । করোনা ভাইরাস এর কারণ এ কোন ডাক্তার নেই দেখাতে পারছি না কোনভাবেই। এটা কোনো ক্যান্সার নয় তো ??


Share with your friends
Jamiar

Call

না এটি আপনার ক্যান্সার এর কারন নয়। এ নিয়ে হতাশ বা ভয় পাবেন না। আপনার উক্ত সমস্যা টি রক্ত আমাশয় এর জন্য.কাজেই অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন। যেকোন উপায়ে হোক না কেন চিকিৎসক এর কাছে যাওয়ার ব্যবস্থা করুন। 

Talk Doctor Online in Bissoy App
Smgirl

Call
Talk Doctor Online in Bissoy App