Jamiar

Call

ইমকন পিল হলো ইমার্জেন্সি পিল যা মিলনের ৭২ ঘন্টার মধ্যে সেবনে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকে না।যেহেতু আপনি দুপুর ১২ টায় মিলন করে রাত ৮ টায় ইমার্জেন্সি পিল খাওয়াইছেন সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।আর ২য় পিল খাওয়ার কোন প্রয়োজন ণেই।

তবে মনে রাখবেন এসব পিল খুবেই ক্ষতিকর যা স্বাস্থ্যের জন্য এছাড়াও মিন্স অনিয়ম হয়ে থাকে ও মিন্স ২/১ সপ্তাহ পরিছিয়ে যেতে পারে।সাথে বমি ভাব তলপেটে ব্যথা সহ নানান সমস্যা সম্মুখীন হতে পারে।কাজেই মিলনে কনডম রাখবেন।

আশা করি বুঝতে পারছেন  

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ