Call

একাধিক বার সহবাস করার পর প্রত্যেকবারে ওযু করতেই হবে কথাটা এমন আবশ্যক নয়। ফজরের আগে গোসল করলেও যথেষ্ট হবে।

একাধিক বিশেষজ্ঞ এই মত দিয়েছেন যে, ওযু না করে দ্বিতীয়বার সহবাস করায় কোন দোষ নেই। হাসান বাসরী তাদের অন্তর্ভুক্ত।

দ্বিতীয় বার সহবাস করতে চাইলে ওযু করে নেওয়া প্রসঙ্গে আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযু করে নেয়।

(সূনান আত তিরমিজী [তাহকীককৃত], অধ্যায়ঃ ১/, হাদিস নম্বরঃ ১৪১, ইবনু মাজাহঃ ৫৮৭)।

হযরত উমর (রাঃ)-ও দ্বিতীয় সহবাসের পূর্বে ওযু করার কথা বলেছেন। বিদ্বানগণ বলেন, কোন ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চাইলে সে যেন দ্বিতীয়বার সহবাস করার আগে ওযু করে নেয়।

আবূ রাফে (রাঃ) হতে বর্ণিত। একদা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের সাথে সহবাস করেন। এক স্ত্রীর সাথে সহবাসের পর অপর স্ত্রীর সাথে সহবাসের পুর্বে তিনি গোসল করেন। রাবী বলেন, আমি রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলামঃ- আপনি কেন একবার গোসল করলেন না 'সবশেষে একবারে গোসল করলেই তো হত- কেন আপনি বারবার গোসল করলেন'?

তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরূপ করা অধিকতর পবিত্র, উত্তম ও উৎকৃষ্ট।

(সূনান আবু দাউদ (ইফাঃ), অধ্যায়ঃ ১/ পবিত্রতা, হাদিস নম্বরঃ ২১৯ হাদিসের মানঃ হাসান)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

হুম মিলনের পর প্রত্যেক বারই ওযু করে ঘুমাবেন আর ফজরের  আগে অবশ্যই ফরজ গোসল আদায় করে নিয়ে নামায আদায় করে নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ