আমি একটি সমস্যা নিয়ে খুব চিন্তিত। আমার   প্রশ্ন হলো,  আমার একটি ওয়েবসাইট আছে। যেখানে আমি বিভিন্ন বইয়ের পিডিএফ দিতে চাই। যেগুলো মানুষ ফ্রি ডাউনলোড করে পড়তে পারবে।এটাতে অনেক মানুষের উপকার হচ্ছে ঠিক কিন্তু ওই যেসব কম্পানির বই, তারাতো আমাকে এটার অনুমতি দেয়েনি, আর এটার অনুমতি আনাও পসিবল না, এটাকি হালাল হবে?  আর তাছারা বেশিরভাগ বইর পিডিএফ নেটে এমনিতেই আছে,, আমিও ওইগুলই দিলাম, একটু সুন্দর করে প্রেজেন্ট করলাম !                         


Share with your friends
Waruf

Call

না এটা হালাল নয়। কারন বই গুলো আপনার লেখা নয়। কোনরুপ শর্তধারীও আপনি নন। এভাবে অন্যের বই পিডিএফ করে ছাড়লে আইনগত, কপিরাইটগত, ব্যবাসাহিকগত ইত্যাদি নানা ভাবে অপরাধ হয়। একটা কথা মনে রাখবেন যে, সবাই ফ্রিতে চাই।  আর এভাবে উপকারের নামে আপনি অন্যের জিনিস মুক্ত করতে পারেন না। এখানে উপকার হল আপনার টাকা থাকলে বই কিনে গরীবদের পড়তে দিন। কিন্তু অন্যের শর্তের জিনিস তার অনুমতি ছাড়া এমন করলে তা হালাল হবেনা। তবে যদি কোন বইয়ের শর্ত শেষ হয়ে যায়, কপিরাইট না থাকে। সকলের জন্য ফ্রি থাকে সেগুলো কপি বা প্রচার বা অনলাইন যেকোন ভাবে দিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App