আমার মেয়ের বয়স ৫ মাস ২০ দিন। বাচ্ছা আজ প্রায় ৮ দিন হলো দিনে ৬/৭ বার পায়খানা করে। ৭ দিন আগে একজন শিশু বিশেষজ্ঞ দেখানোর পরে ডাক্তার নিম্নের ওষুধ দেয় 

; ১. enterogermina... 5 দিন

;২.eromaicin.....5 দিন 

উপোরের ওষুদ গুলো খাওয়ানোর পরে কোন কাজ হচ্ছিলো না। তখন আবার ঐ ডাক্তাররে ফোন করলে তিনি নতুন করে jox,amodis, ciprocin,ঔষুদ গুলো ৫ দিন খাওয়াতে বলছে। সাথে ors স্যালাইন;। গত কাল রাত থেকে আবার ঐ ওষুধ গুলো খাওয়াতে শুরু করি। কিন্তু এখন পর্যন্ত অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না। দয়া করে বিষয়ে কোন পরাাামর্শ দিবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আআপনি amodis, আর  ciprocin দুইটা এন্টিবায়োটিক খাওয়াচ্ছেন কেনো। ciprocin তো এ সমস্যার জন্য দেওয়া উচিৎ না। এতো ছোট বেবিকে এভাবে এন্টিবায়োটিক দেওয়া উচিৎ না। এর কিছুদিন পর বেবির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

আপনি শুধু এমোডিস সিরাপ নিয়মিতভাবে ৫/৭ দিন খাওয়ান ২ বেলা সঠিক ডোজ নিয়ে।ইনশাআল্লাহ সুস্থ্য হবে।

এর পরেও সুস্থ্য না হলে একজন ভালো শিশু রোগ বিশেষজ্ঞ কাছে যাবেন। বেবিকে আপেল পিউরি করে দিন, কলা খেতে দিন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ