আমি ওয়াইফাই কানেকশন নেওয়ার খুঁটিনাটি তেমন জানি না।

আমি ওয়াইফাই নিতে চাচ্ছি।আমার ল্যাপটপ বা কম্পিউটার নেই।শুধু এন্ড্রয়েড আছে।

এ ক্ষেত্রে ওয়াইফাই কানেকশন নিতে পারব কি?

রাউটার সেটাপ কি মোবাইলেই দেওয়া যায়।

সহজ কথায় আমার শুধু এনড্রয়েড মোবাইল আছে।আমাকে wifi কানেকশন নিতে চাইলে কি কি করতে হবে বুঝিয়ে বলুন প্লিজ।


Share with your friends
Ariya Binte

Call

wifi নিতে ল্যাপটপ বা কম্পিউটার  দরকার নেই।

আপনি ফোনেই ব্যবহার করতে পারবেন। আপনি নিশ্চিন্তে wifi নিতে পারবেন। 


Talk Doctor Online in Bissoy App

আর রাউটার আপনাকে কিনতে হবে।

Talk Doctor Online in Bissoy App