Call

আমার জানামতে (যদিও আমি আলেম না) কথাটাি ভুল বরং মারাত্মক ভুল 


প্রথমত আল্লাহকে ঈশ্বর বলা যাবে না, উচিত নয়.... কারণ ঈশ্বরের স্ত্রী লিঙ্গ আছে। কিন্তু আমরা জানি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই ঈশ্বর বলা যাবে না। আল্লাহ সত্য এভাবে বলা যাবে। এর মানে সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহ আছেন এটা সত্য বা সত্যিই আল্লাহ আছেন। এই কথা বলা যাবে।



সত্যই ঈশ্বর কথাটা বললে মুশরিক হয়ে যাবে। কারণ এখানে সত্যকে ঈশ্বর বলা হচ্ছে। কেউ যদি ঈশ্বর বলতে আল্লাহকে মনে করেন... এবং পরক্ষনেই বলেন যে, সত্যই ঈশ্বর তাহলে, এই কথা বলার কারণে শিরক করা হয়, আর যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। তাই এই কথা বলা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ